গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে অবস্থিত বঙ্গবন্ধু সহ জাতীয় ৪ নেতার ম্যুরালে ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষে বৃহস্পবিার (৩ নভেম্বর) শ্রদ্ধাঞ্জলি অপর্ন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন সংগঠন। স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে বেলা ১১টায় শ্রদ্ধাঞ্জলি অর্পনের সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল রহিম, ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক রিয়াজুল ইসলাম, উপজেলা সাংস্কৃতিক কমান্ডের কমান্ডার আব্দুল হাই, সদস্য শাহজাহান মিয়া, শহীদ হারুন স্মৃতি পরষদের সাধারন সম্পাদক নজরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আঃ জলিল, আব্দুল গণি, আবুল কালাম, গৌরীপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা সন্তান মশিউর রহমান কাউসার, সাংবাদিক রইছ উদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান মজিবুর রহমান প্রমুখ।
আপনার মতামত লিখুন :