বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১০:৩২ পূর্বাহ্ন
মশিউর রহমান কাউসার, গৌরীপুর : ইন্টারন্যাশনাল ফেডারেশন মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন বাংলাদেশ’র উদ্যোগে পাবলিক হেলথ ফাইন্ডেশনের সহযোগিতায় ময়মনসিংহের গৌরীপুর নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে দিনব্যাপি এ ক্যাম্পের উদ্বোধন করেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ মতিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, ফ্রি ক্যাম্পের সমন্বয়কারী লামিয়া ইসলাম জ্যোতি,
গৌরীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এডভোকেট নূর মোহাম্মদ কালন, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, সহ সভাপতি মুজিবুর রহমান প্রমুখ। এ ক্যাম্পের সমন্বয়কারী লামিয়া ইসলাম জ্যোতি জানান মেডিসিন, সার্জারী, গাইনী, শিশু ও দন্ত রোগ, নাক-কান-গলা মোট ৬ টি বিভাগে ২০ জন বিশেষজ্ঞ ডাক্তার এতে বিনামুল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন। এছাড়াও মালয়েশিয়া, পাকিস্তান, নেপাল, কাশ্মির ও ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রায় অর্ধশত শিক্ষার্থী স্বাস্থ্যসেবা কর্মসূচীতে অংশ গ্রহন করেন। দিনব্যাপি এ স্বাস্থ্যসেবা ক্যাম্পে স্থানীয় পাঁচ শতাধিক রোগীকে বিনামুল্যে সেবা দেয়া হয়েছে।