রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৭ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ফুলবাড়ীয়া প্রেসক্লাব সভাপতি, সাপ্তাহিক ফুলখড়ি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. নুরুল ইসলাম খান এবং প্রেসক্লাবের সহ-সভাপতি, সাপ্তাহিক ফুলখড়ি পত্রিকার যুগ্ম সম্পাদক ডা. মো. আব্দুর রাজ্জাকসহ সকল হজ্জ যাত্রীদের সফলতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ মাগরিব ফুলবাড়ীয়া প্রেসকাবে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে ফুলবাড়ীয়া প্রেসক্লাব।
ভারপ্রাপ্ত সভাপতি মো. নজরুর ইসলাম মাস্টারের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া ডিগ্রী কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এস এম আবুল হাশেম, ফুলবাড়িয়া মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক অধ্যাপক এটিএম মহসীন শামীম, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. হারুন অর রশিদ, প্রেসকাবের সদস্য অধ্যাপক এম এ মতিন, প্রেসকাবের সদস্য কবি মুহাম্মদ জামাল উদ্দিন, দফতর সম্পাদক হেলাল উদ্দিন উজ্জল, কোষাধ্যক্ষ মো. আব্দুল জব্বার প্রমুখ। সঞ্চালনায় প্রেসকাবের সাধারণ সম্পাদক মো. আব্দুস ছাত্তার। পরে সকল হজ্জযাত্রীদের সুস্থতা ও সাফল্য কামনায় দোয়া পরিচালনা করেন ডা. মাও. ফারুক আহ্মদ খান।