রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫১ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ ২৪ডটকম : ফুলবাড়ীয়া পৌরসভার নির্বাচনে কাউন্সিলর ও সংরতি কাউন্সিলর পদে চাচা-ভাতিজার লড়াই সাধারন ভোটারদের মাঝে আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু। পৌরসভার ৫নং ওয়ার্ড চান্দের বাজার অংশ- এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৩ জন কাউন্সিলর প্রার্থী। আসন্ন এ নির্বাচনে সবচেয়ে আলোচিত ও সমালোচিত এ ওয়ার্ডে একই বাড়ি থেকে আপন চাচা ভাতিজার লড়াই ব্যাপকভাবে জমে উঠেছে। আসলে চাচা-ভাতিজা দু’জন দুই রাজনৈতিক দলের সমর্থক হওয়ায় দুই মেরুতে দু’জনের অবস্থান।
কাউন্সিলর পদে চাউল ব্যবসায়ী বিএনপি সমর্থক চাচা হাবিবুর রহমান ও ভাতিজা যুবলীগ নেতা আবু বক্কর সিদ্দিক নির্বাচনে অংশ নিয়ে চান্দের বাজারে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। ভোটারদের মুখে শুধু চাচা আর ভাতিজাকে নিয়ে নানা ধরনের গল্প গুজব শোনা যায়। চাচা ও ভাতিজার ভোট চাওয়ার কৌশল ভিন্ন। ভোটারদের কাছে চাচা বলেন, ভাতিজার কাছে লজ্জা দিবেন না। আর ভাতিজার দাবী আমাকে একটি ভোট ভিা দিবেন।
এ ওয়ার্ডে ২হাজার ১শ ৮জন ভোটারের বিপরীতে লড়ছেন ১৩প্রার্থী। এস,এস সি পাশ চাচা এবং স্বশিতি ভাতিজার মাঝে ব্যাপক লড়াই হবে বলে মনে করছেন সাধারন ভোটাররা।