রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫১ পূর্বাহ্ন

ফুলবাড়ীয়া পৌরসভা নির্বাচনে চাচা ভাতিজার লড়াই

4444444444444444ফুলবাড়িয়া নিউজ ২৪ডটকম : ফুলবাড়ীয়া পৌরসভার নির্বাচনে কাউন্সিলর ও সংরতি কাউন্সিলর পদে চাচা-ভাতিজার লড়াই সাধারন ভোটারদের মাঝে আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু। পৌরসভার ৫নং ওয়ার্ড চান্দের বাজার অংশ- এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৩ জন কাউন্সিলর প্রার্থী। আসন্ন এ নির্বাচনে সবচেয়ে আলোচিত ও সমালোচিত এ ওয়ার্ডে একই বাড়ি থেকে আপন চাচা ভাতিজার লড়াই ব্যাপকভাবে জমে উঠেছে। আসলে চাচা-ভাতিজা দু’জন দুই রাজনৈতিক দলের সমর্থক হওয়ায় দুই মেরুতে দু’জনের অবস্থান।
কাউন্সিলর পদে চাউল ব্যবসায়ী বিএনপি সমর্থক চাচা হাবিবুর রহমান ও ভাতিজা যুবলীগ নেতা আবু বক্কর সিদ্দিক নির্বাচনে অংশ নিয়ে চান্দের বাজারে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। ভোটারদের মুখে শুধু চাচা আর ভাতিজাকে নিয়ে নানা ধরনের গল্প গুজব শোনা যায়। চাচা ও ভাতিজার ভোট চাওয়ার কৌশল ভিন্ন। ভোটারদের কাছে চাচা বলেন, ভাতিজার কাছে লজ্জা দিবেন না। আর ভাতিজার দাবী আমাকে একটি ভোট ভিা দিবেন।
এ ওয়ার্ডে ২হাজার ১শ ৮জন ভোটারের বিপরীতে লড়ছেন ১৩প্রার্থী। এস,এস সি পাশ চাচা এবং স্বশিতি ভাতিজার মাঝে ব্যাপক লড়াই হবে বলে মনে করছেন সাধারন ভোটাররা।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman