ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : মঙ্গলবার (২০জুন)ফুলবাড়ীয়া পৌর সভার উদ্যোগে আয়োজিত পৌরসভা কার্যালয়ে ইফতার মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। এর আগে আগতদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে পৌর মেয়র গোলাম কিবরিয়া বলেন, আসন্ন ঈদুল ফিতর’র আগে সবাই মিলে সামাজিক ব্যধি, কুসংস্কার ও অপরাধ কঠোর হস্তে দমন করতে এগিয়ে আসতে হবে।
উক্ত ইফতার মাহফিলে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা, আখালিয়া হেলথ সেন্টার লিমিটেড চেয়ারম্যান এড. ইমদাদুল হক সেলিম, পৌর সচিব হারুনুর রশিদ, সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, প্যানেল মেয়র চান মাহমুদ সরকারসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব ও ইমাম মাও. নুরে আলম সিদ্দিকী।
আপনার মতামত লিখুন :