বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৮ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : শুক্রবার বিকেল ৬টায় ফুলবাড়ীয়া থানার উদ্যোগে থানা চত্বরে জঙ্গিবিরোধী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মত বিনিময় সভায় উপজেলা ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির নের্তৃবৃন্দ ছাড়াও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ এতে অংশ গ্রহণ করেন। উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এড. ইমদাদুল হক সেলিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, থানা সেকেন্ড অফিসার এস আই আবুল খায়েরসহ, ইউনিয়ন কমিটির বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।