বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৮ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ফুলবাড়ীয়া ডিগ্রী কলেজ সরকারীকরণের দাবীতে চলমান আন্দোলনের ৩৮তম দিন গতকাল বুধবার শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ মিছিল করেছে। কলেজ ক্যাম্পাস হতে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি মেইন রোড দিয়ে ভালুকজান, মধ্য বাজার ও পশ্চিম বাজার হয়ে কলেজ ক্যাম্পাসে শেষ হয়।
মিছিল শেষে বক্তব্য রাখেন কলেজ সরকারীকরণ দাবী আদায় কমিটির আহ্বায়ক এস এম আবুল হাশেম, অধ্যাপক মো. রুহুল আমিন, অধ্যাপক মো. ফজলুল হক প্রমুখ।
বিক্ষোভ মিছিল চলাকালে হামলার মধ্যে পড়ে আখালিয়া হেলথ সেন্টার প্রা: লি: এর এম্বুলেন্স। এসময় এম্বুলেন্সের কাঁচ ভেঙ্গে যায় বলে প্রতিষ্ঠানের চেয়ারম্যান জানিয়েছেন।
কলেজ সূত্র জানায়, প্রতিদিন সকাল ৯টা হতে বেলা ১১.৪০মিনিট পর্যন্ত কাশ শেষে ছাত্র-ছাত্রীদের নিয়ে বিক্ষোভ মিছিল কর্মসূচীসহ নানা কর্মসূচী বাস্তবায়ন হবে। ফুলবাড়ীয়া কলেজ সরকারী করণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।