বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৬ পূর্বাহ্ন

ফুলবাড়ীয়া কলেজ সরকারীকরণের দাবীতে সংবাদ সম্মেলন

555555555ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ফুলবাড়ীয়া ডিগ্রী কলেজ সরকারীকরণের দাবীতে চলমান আন্দোলন কর্মসূচীর অংশ হিসেবে আজ সোমবার দুপুরে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আন্দোলনের ২৮তম দিনে লিখিত বক্তব্যে আন্দোলনকারীরা কলেজটি সরকারীকরণের পক্ষে বিভিন্ন তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
লিখিত বক্তব্যে তারা বলেন, ৪৪বছর আগে তৎকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজটি ভিত্তি প্রস্থর স্থাপন করেন। নি:স্কট ভূমি, অবকাঠামো, ৭টি বিষয়ে অর্নাস, সহপাঠ্যক্রম সুখ্যাতি, ধারাবাহিক ফল অর্জনসহ গত বছরের ২৯জুলাই প্রধানমন্ত্রী নির্দেশে শিক্ষামন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের পরিদর্শক টিমের পরিদর্শন ও সকল শর্ত পূরণ করলেও দুর্নীতিবাজ ও বিতর্কিত অধ্যক্ষ নাছির উদ্দিন খান, গভর্ণিং বডির সভাপতি ও জিবির সদস্যের কারসাজির কারণে বাদ পড়ে। তারা অধ্যক্ষের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের কথা উল্লেখ করে বলেন, কলেজটিতে প্রতিবছর কোটি কোটি টাকা আয় হলেও তাঁর ৭বছরের সময়ে কোন হিসাব-নিকাশ হয়নি। এমনকি কোন আভ্যন্তরিন/অনাভ্যন্তরিন কোন অডিটও হয়নি।
লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যাপক মো. রুহুল আমিন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কলেজ সরকারীকরণ দাবী আদায় কমিটির আহ্বায়ক এস এম আবুল হাশেম, অধ্যাপক মো. রুহুল আমিন, অধ্যাপক মো. ফজলুল হক প্রমুখ।
আগামীকাল মঙ্গলবার জাতীয় প্রেসকাবের সামনে আন্দোলনকারীরা মানব বন্ধন করবেন।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman