রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৯ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ফুলবাড়ীয়া এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ২০১৬ অর্থ বছরে ফুলবাড়ীয়া উপজেলার ৬টি ইউনিয়নের ১৫০ জন অতি দরিদ্র উপকারভোগীর (গ্র্যাজুয়েশন মডেল) মাঝে পর্যায়ক্রমে ৩০০টি ভেড়া বিতরণ করে। এ উপলক্ষে বুধবার (১১মে) এডিপি চত্বরে এক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফুলবাড়ীয়া এডিপির ম্যানেজার মি: ইউনুস সাংমার নেতৃত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা: আব্দুল মান্নান ফুলবাড়ীয়া উপজেলার প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: আব্দুল মান্নান । বিতরণ অনুষ্ঠানে ডা: আব্দুল মান্নান বলেন, গ্রামীণ পরিবেশে ছাগলের চেয়ে ভেড়া পালন অত্যন্ত সহজ ও লাভজনক। ভেড়ার রোগবালাই কম হয়, মৃত্যুর হার কম, বছরে দু’বার ও প্রতিবারে ২/৩টি বাচ্চা দেয় এবং ভেড়ার জন্য অতিরিক্ত খাবার কিনতে হয় না। পরিশেষে তিনি ভেড়া পালনে কোন ধরণের সমস্যার সম্মুখিন হলে প্রাণি সম্পদ অফিসের সাথে যোগাযোগ করার জন্য পরামর্শ দেন।
এডিপি ম্যানেজার মি: ইউনুস সাংমা বলেন, আয় বৃদ্ধির মাধ্যমে পরিবারের অবস্থার উন্নয়নের জন্য ভেড়ার প্রদান করা হচ্ছে যাতে পরবর্তীতে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পরিবারের খরচ মেটানো যায়। তিনি প্রতিটি পরিবারে সবসময় কমপক্ষে ৬টি ভেড়া পালনের পরামর্শ দেন। উল্লেখ্য যে, ভেড়া বিতরণের পূর্বে উপজেলা প্রাণী সম্পদে কর্মকর্তা ভেড়ার স্বাস্থ্য ও ওজন পরীক্ষা করেন এবং সুস্থ্য ভেড়াগুলো বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো: রাকিবুল ইসলাম, প্রোগ্রাম অফিসার মি: স্টুয়ার্ট এস. খান, সুজিত চিসিম, উজ্জ্বল রেমা ও সেবাস্টিয়ান আরেং প্রমূখ।