রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১০ পূর্বাহ্ন

ফুলবাড়ীয়া এডিপি’র নবকলি প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

205ফুলবাড়িয়া নিউজ ২৪ডটকম : ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়িয়া এডিপি নবকলি প্রকল্পের অর্থনৈতিক উন্নয়ন দলের অংশগ্রহনকারী সফল সদস্যা মোছাঃ রোজিনা আক্তারের কার্যক্রম ও সফলতা সরে-জমিনে পরিদর্শন করেন উপ-সহকারী কৃষি কর্মকতা পুটিজানা ব্লকের মোঃ শওকত আলী।
গত ৯ ডিসেম্বর বুধবার ফুলবাড়িয়া উপজেলা পুটিজানা ইউনিয়নের বেড়িবাড়ী গ্রামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়িয়া এডিপি নবকলি প্রকল্পের সদস্যা মোছাঃ রোজিনা আক্তারের বেগুন ক্ষেত পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি বেগুনের উৎপাদন কৌশল ও রোগ বালাই সর্ম্পকে সরে-জমিনে সদস্যের সংগে কথা বলেন ও পরামর্শ প্রদান করেন, বিশেষ করে বেগুনের গোড়া পঁচা ও বেগুনের ডগায় পোকার আক্রমনের ফলে বেগুনের ফলন মারাতœকভাবে ক্ষতিগ্রস্থ হয়। তিনি এ অবস্থা থেকে উত্তোরনের জন্য আইপিএম পদ্বতি বিশেষ করে সেক্র ফেরোমন ব্যবহারে গুরুত্ব আরোপ করেন। এমতাবস্থায় তিনি উপজেলা কৃষি অফিসের সংগে নবকলি প্রকল্পের মাঠ পর্যায়ে কর্মরত সহায়কদের যোগাযোগ বাড়ার অনুরোধ জানান। পরিদর্শনের সময় অরো উপস্থিত ছিলেন নবকলি প্রকল্পের অর্থনৈতিক উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুর রউফ।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman