মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৩:২৭ পূর্বাহ্ন

ফুলবাড়ীয়া ইউসিসিএ লি: এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

802মো. আব্দুল জব্বার : গতকাল বুধবার ফুলবাড়ীয়া ইউসিসিএ লি: এর বিশেষ সাধারণ সভা পল্লী ভবনের প্রশিক্ষণ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার বনানী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এড. আজিজুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) আফরোজা আখতার, বিআরডিবি’র উপ-পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম, ফুলবাড়ীয়া ইউসিসিএ লি: নব নির্বাচিত সভাপতি এড. ইমদাদুল হক সেলিম, মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা কমান্ডার আবু বকর সিদ্দিক। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি অফিসার শরিফুল ইসলাম। এসময় আরও বক্তব্য রাখেন ডেপুটি কমান্ডার জি.কে.এম আনোয়ার হোসেন, উপজেলা সমবায় অফিসার মো. নজরুল ইসলাম, ফুলবাড়ীয়া ইউসিসিএ এর বিদায়ী সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ওয়াদুদ আকন্দ দুদু, উপজেলা কৃষকলীগের সভাপতি উসমান গণি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন, আখালিয়া হেলথ সেন্টারের এমডি মো. সাইফুল আলম কাজল, কান্দানিয়া যমুনার পাড় কে এস এস ম্যানেজার মো. আব্দুর রহমান, পূর্ব হাতীলেইট কৃষক সমবায় সমিতির ম্যানেজার মো. ইসহাক আলী প্রমুখ বক্তব্য রাখেন। কুরআন তেলাওয়াত করেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল মতিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এনামুল হাসান সোহাগ।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman