সোমবার, ২৯ মে ২০২৩, ১২:৩৬ অপরাহ্ন

ফুলবাড়ীয়ায় ৬ প্রার্থীকে শোকজ

fff2

ফুলবাড়িয়া নিউজ ২৪ডটকম : নির্বাচনের আচরণ বিধি লঙ্গনের দায়ে ফুলবাড়ীয়া পৌর নির্বাচনে ৩মেয়র ২জন কাউন্সিলর ও ১জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীকে সোমবার (২১ডিসেম্বর) প্রথমবারের মতো সর্তক করে শোকজ প্রদান করা হয়েছে।
রির্টানিং অফিসার ও ইউএনও বনানী বিশ্বাস স্বাক্ষরিত চিঠিতে ২০ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে নৌকা মার্কার গোলাম কিবরিয়া, জগ মার্কার চান মাহমুদ সরকার, ২১ডিসেম্বর দুপুর ১২টার দিকে ধানের শীষ মার্কার উমর ফারুক স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ৭ (ক) ধারা লঙ্গন করেছেন। যা শাস্তিযোগ্য অপরাধ। এছাড়াও সর্তক করা হয়েছে প্রার্থী ৩নং ওয়ার্ড কাউন্সিলর ছফর আলী বুলু (উটপাখি), ৮নং ওয়ার্ড কাউন্সিলর আমজাত হোসেন (ডালিম) ও সংরক্ষিত কাউন্সিলর জোৎস্নারা বেগম (আঙ্গুরফল) মার্কাকে।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman