সোমবার, ০৫ Jun ২০২৩, ১০:৫৮ অপরাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : স্বাস্থ্য অধিদপ্তর রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে উপজেলার ১টি পৌরসভা ও ১৩ইউনিয়নে ৫হাজার কুকুরকে জলাতঙ্ক রোগের টিকা দেয়ার টার্গেটে ক্যাম্প শুরু হয়েছে। বুধবার (৩আগস্ট) প্রথমদিনে ৭৫২টি কুকুরকে টিকা দেয়া হয়েছে বলে টিম সদস্য ডা. মো. রাশেদ আলী শাহ জানিয়েছেন। আগামী ৭আগস্ট পর্যন্ত এ ক্যাম্প চলবে। ভোর ৬টা হতে দুপুর ১টা পর্যন্ত এ ক্যাম্পে ২৮টি টিম কাজ করছে।