বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৪ পূর্বাহ্ন

ফুলবাড়ীয়ায় ৩চেয়ারম্যানসহ ২৪জন সদস্যের শপথ হয়নি

sopot-01ফুলবাড়িয়া নিউজ ২৪ডটকম : নানা জটিলতায় ১৩ইউনিয়নের মধ্যে ৩চেয়ারম্যানসহ ২৪জন সংরক্ষিত ও সাধারণ সদস্যের শপথ গ্রহণ হয়নি। বুধবার (২২জুন) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চেয়ারম্যান ও উপজেলা পরিষদ মিলনায়তনে সংরক্ষিত ও সাধারণ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। ৩নং কুশমাইল ইউনিয়নে ১টি কেন্দ্রে ফলাফল সিট ছিনতাই হওয়ায় ঐ ইউনিয়নে চেয়ারম্যানসহ ১২টি পদ ঝুলে আছে।
১৩নং ভবানীপুর ইউনিয়নের ১টি কেন্দ্রে ভোট জালিয়াতির অভিযোগে ভোট গ্রহণ স্থগিত হওয়ায় ঐ ইউনিয়নের চেয়ারম্যানসহ ১২টি পদ আটকে রয়েছে।
৮নং রাঙ্গামাটিয়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান হ র ম শহীদুজ্জামান আকন্দ (হবি মাস্টার) গত ৭জুন মারা যাওয়ায় ঐ ইউনিয়নের চেয়ারম্যান ব্যতিত বাকী ১২জন সংরক্ষিত ও সাধারণ সদস্য শপথ নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman