রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২১ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ২০২০সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক রোগ নির্মুলের লক্ষ্যে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১৩ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৫হাজার কুকুরকে টিকাদান কার্যক্রম শুরু করবে আগামী ৩আগস্ট (বুধবার), সেই লক্ষ্যে রবিবার (৩১জুলাই) বেলা ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. আতাউল জলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তর রোগ নিয়ন্ত্রণ শাখার এমডিভি কনসালটেন্ট ডা. সৈয়দ মোহাম্মদ উল্যাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক শামীম, প্রাণি সম্পদ অফিসার ডা. মো. আব্দুল মান্নান, ডা. এ.কে.এম মুঞ্জুরুল হক, ডা. মো. রাশেদ আলী শাহ, মাহবুব হোসেন প্রমুখ। সভায় ডাক্তার, ইউপি চেয়ারম্যান, পৌরসভার প্রতিনিধি, গনমাধ্যম কর্মী, স্বাস্থ্য সহকারীবৃন্দ অংশ নেন। আগামী ৩আগস্ট থেকে ৭আগস্ট পর্যন্ত উপজেলাব্যাপী ক্যাম্প চলবে। প্রতিটি ইউনিয়নে ২টি করে টিম কাজ করবে। ১৩ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৩-৭আগস্ট প্রতিদিন ২৮টি টিম কাজ করবে। ভোর ৬টা হতে দুপুর ১২টা পর্যন্ত ক্যাম্প চলবে।