রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৫ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ ২৪ডটকম : কবি মুহাম্মদ জামাল উদ্দিন বিরচিত ‘সৃষ্টির অন্তরালে’ বইয়ের মোড়ক উম্মোচন গতকাল রবিবার সন্ধ্যার পর ফুলবাড়ীয়া গ্রীণসিটিস্থ মার্কেটে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোড়ক উম্মোচন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও উপজেলা শিক্ষা কমিটির সদস্য এড. ইমদাদুল হক সেলিম। বিশেষ অতিথি ছিলেন বেসরকারী টেলিভিশন বাংলা ভিশনের সিনিয়র সংবাদ পাঠক সাদত শাকের। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আবু বকর সিদ্দিক, ফুলবাড়ীয়া প্রেসকাবের সাবেক সভাপতি মো. আব্দুর রাজ্জাক, আ. মোতালেব সেলিম, হারুন অর রশিদ হারুন। মো. নুরুল ইসলাম খানের সঞ্চালনায় মোড়ক উম্মোচনে আরও বক্তব্য রাখেন আলহাজ্ব আব্দুর রশিদ, শিক্ষক নেতা ছাইফুল ইসলাম, মোশাররফ হোসেন, মো. গোলাম মোস্তফা, সুজন রতন দে। কবিতা পাঠ করেন শাহ মো. ফয়জুল বারী, মো. নজরুল ইসলাম, ডা. গিয়াস উদ্দিন, শরীফ উল্লাহ, সোলায়মান কবির।