সোমবার, ০৫ Jun ২০২৩, ১০:৪২ অপরাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : সারা দেশের ন্যায় ফুলবাড়ীয়ায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০১৬ উদযাপিত হয়েছে। “শিশুকে মায়ের দুধ খাওয়ানো ঃ টেকসই উন্নয়নের চাবিকাঠি” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা সদরসহ প্রত্যন্ত এলাকায় পালিত হলো বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০১৬। কর্মসূচীর মধ্যে উল্ল্যেখযোগ্য ছিল র্যালী, দুগ্ধ দানকারী মায়েদের সাথে দলীয় আলোচনা এবং বিদ্যালয়ের ছাত্রীদেও অংশগ্রহণে প্রবন্ধ উপস্থাপন প্রতিযোগিতা। ৭ আগস্ট সমাপনী দিনে ১২টি বিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ১ম, ২য় স্থান অধিকার কওে যথাক্রমে কৈয়ারচালা অন্বেষন উচ্চ বিদ্যালয়, রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয় এবং যৌথভাবে ৩য় স্থান লাভ কওে ধামর মুমিনুন্নেছা দাখিল মাদ্রাসা ও শ্রীপুর কাঁিচচুড়া উচ্চ বিদ্যালয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ফুলবাড়ীয়া এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর যৌথ আয়োজনে কর্মসূচীতে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা ডা: মাজহারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার এবং পুষ্ঠিবিদ আ: কুদ্দুস। প্রোগ্রাম অফিসার সেবাস্টিন আরেং এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন এডিপি ম্যানেজার মি. ইউনুস সাংমা, এস.আই.পি.সি সভাপতি নিজামদ্দিন খাঁন প্রমূখ।