ফুলবাড়িয়া নিউজ 24 ডটকম : বাংলাদেশ আহলে হাদিস জামাআত ও বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে পলাশতলী তরফদারবাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে ২৭জুন সোমবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আহলে হাদীস জামাআত এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এফ এম আব্দুল লতিফ। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আহলে হাদীস জামাআত ময়মনসিংহ জেলা শাখার সভাপতি শায়েখ ওমর ফারুক ত্রিশালী’র সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আল আমিন, সহ সম্পাদক জহিরুল হক, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, সদস্য গিয়াস উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, ইসলামের নামে যারা সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ করে তারা আর যাই হোক ইসলামের বন্ধু নয় চরম শত্রু।
আপনার মতামত লিখুন :