সোমবার, ০৫ Jun ২০২৩, ১০:৩৩ অপরাহ্ন

ফুলবাড়ীয়ায় প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত : ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম

701ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : বৃহস্পতিবার (২১জুলাই) দুপুর ২টায় গ্রীণ সিটিস্থ প্রেসক্লাব কার্যালয়ে ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম খান। চলতি বছর পবিত্র হজ্বব্রত পালনে বর্তমান সভাপতি মো. নুরুল ইসলাম খান ও সহ-সভাপতি মো. আব্দুর রাজ্জাক সৌদি আরবে গমন করবেন বিধায় তাঁর অনুপস্থিতিতে প্রেসকাবের সদস্য মো. নজরুল ইসলাম কে ভারপ্রাপ্ত সভাপতি ও মুহাম্মদ জামাল উদ্দিন ভারপ্রাপ্ত সহ-সভাপতি প্রস্তাব করলে তা সভায় সর্ব সম্মতিক্রমে গৃহিত হয়। সাধারণ সম্পাদক মো. আব্দুস ছাত্তার এর পরিচালনায় আলোচনায় অংশ নেন সহ-সভাপতি মো. আব্দুর রাজ্জাক, যুগ্ন সম্পাদক হাফিজুল ইসলাম স্বপন, অর্থ সম্পাদক মো. আব্দুল জব্বার, দফতর সম্পাদক হেলাল উদ্দিন উজ্জল, সদস্য মো. নজরুল ইসলাম, মুহাম্মদ জামাল উদ্দিন, মো. আব্দুল মতিন, মো. সুরুজ্জামান, মো. শেখ সাদী, মোশাররফ হোসেন প্রমুখ। সভায় বর্তমান কমিটি ১বছরের বেশি সময় দায়িত্ব পালনকালে আয়-ব্যয়ের সার সংক্ষেপ অর্থ সম্পাদক মো. আব্দুল জব্বার তুলে ধরলে তা গৃহিত ও অনুমোদিত হয়। এছাড়াও সভাপতি মো. নুরুল ইসলাম খান ও সহ-সভাপতি মো. আব্দুর রাজ্জাক পবিত্র হজ্ব পালন উপলক্ষ্যে সকলের দোয়া কামনা করেন।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman