রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩১ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24 ডটকম : গতকাল সোমবার সন্ধ্যার পর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া নৌকার মিছিলে গণজোয়ার দেখা গেছে। ৩০ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত বর্তমান মেয়র গোলাম কিবরিয়া নৌকা প্রতিক নিয়ে লড়ছেন। নির্বাচনী প্রচারণার শেষ পর্যায়ে আখেরি মিছিল অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহ পৌর সভার মেয়র ইকরামুল হক টিটু, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক এম এ কদ্দুছ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এড. আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ জব্বার, তথ্য ও গবেষণা বিষয়ক এড. ইমদাদুল হক সেলিম, যুগ্ন সম্পাদক কে বি এম আমিনুল ইসলাম খাইরুল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এটিএম মহসীন শামীম, উপজেলা যুবলীগ সভাপতি মো. রুহুল আমিন, ছাত্রলীগ সভাপতি হারুন অর রশিদ হারুন। বিশাল এ মিছিলে অংশ গ্রহণ করার জন্য মেয়র প্রার্থী গোলাম কিবরিয়া সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ৩০ডিসেম্বর নির্বাচনে বিজয় নিশ্চিত করতে ভোটারদের কে ভোট কেন্দ্রে নিয়ে যেতে সকলকে এক যোগে কাজ করার আহ্বান জানান।