রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০২ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24 ডটকম : শনিবার (২১মে) ফুলবাড়ীয়ায় উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি রকিবুল ইসলামের নেতৃত্বে সদরে আনন্দ মিছিল শেষে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে সমাবেশ করেছে।
ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রায় দুই শতাধিক মোটর সাইকেলের বহর নিয়ে নবগঠিত উপজেলা ছাত্রলীগের সভাপতিকে ময়মনসিংহ ফুলবাড়ীয়া সীমান্ত থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে মোটরসাইকেল শোভাযাত্রা করে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি রকিবুল ইসলাম রাকিব, সহ-সভাপতি মো. মোজ্জামেল হক, সাধারণ সম্পাদক মো. সারোয়ার হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক মো. ছাব্বির আহম্মেদ খান, সাদ্দাম হোসেন প্রমূখ।
গত বুধবার ফুলবাড়ীয়া উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি অনুমোদন করেন জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক।