রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৯ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ ২৪ডটকম : ২০দলীয় জোটের অবরোধ ও হরতাল চলাকালে ২০১৫সালের ১২জানুয়ারি নোয়াখালী বজ্রবাজারে ককটেল ও পেট্রোল বোমায় দদ্ধ ফুলবাড়ীয়ার সেই আতিকুর রহমানের পরিবারের কাছে সোমবার (১ফেব্রুয়ারি) দ্বিতীয় কিস্তির ৫৫হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রাপ্ত সেই অনুদানের চেক সোনালী ব্যাংক ফুলবাড়ীয়া শাখায় পরিবারের পক্ষে নিহতের মা জোবেদা বেগম চেক গ্রহণ করেন। চেক হস্তান্তর করেন শাখা ব্যবস্থাপক মো: হযরত আলী। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর সিদ্দিক, মুক্তিযোদ্ধা বিপুল চন্দ্র হোল, ব্যাংকার মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সরাসরি ১০লাখ টাকার চেক গ্রহণ করেন নিহতের পরিবার।