রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৩ পূর্বাহ্ন
জিল্লুর রহমান রিয়াদ, ফুলবাড়িয়া নিউজ ২৪ডটকম ঃ ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ স ম আরেফিন সিদ্দিক একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদিতে প্রধান অতিথি হিসেবে আগামীকাল শনিবার বেলা ১১টায় ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় আসছেন। উপজেলার আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ্যারাইজ স্টুডেন্টস এসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অনারেবল অতিথি থাকবেন বাংলাদেশ কৃষি বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আলী আকবর। বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার মঈনুল হক। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ কাস্টমস এর জয়েন্ট কমিশনার ড. মোহাম্মদ তাজুল ইসলাম।