বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:০২ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে ‘সমবায়ের দর্শন, টেকসই উন্নয়ন’ প্রতিপাদ্যের আলোকে ৪৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। বেলা সাড়ে ১১টায় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচীর শুভ সূচিত হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ফৌজিয়া সিদ্দিকা। বক্তৃতা করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর সিদ্দিক, প্রাণি সম্পদ অফিসার ডা. মো. আব্দুল মান্নান, সমবায় অফিসার মো. নজরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, ডা. গোলাম মোস্তফা প্রমুখ।