রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৭ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে প্রচলিত জনবল কাঠামো সংশোধন করে ৯ম ও ১০ম জাতীয় সংসদীয় শিক্ষা কমিটির সুপারিশ অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক নিয়োগকৃত’ বেসরকারী কলেজ অনার্স মাস্টার্স কোর্সে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিও ভুক্তির দাবীতে ৩দিনের সকল প্রকার কাশ বর্জন কর্মসূচী বৃহস্পতিবার শেষ হয়েছে। এর ধারাবাহিকতায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয় কলেজের নন এমপিও ভুক্ত শিক্ষকরাও কাশ বর্জন কর্মসূচী পালন করেন। কাশ বর্জন কর্মসূচীতে বক্তব্য রাখেন বেসরকারী কলেজ অনার্স মাস্টাস শিক্ষক পরিষদ ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি মো. জিল্লুর রহমান, সহ-সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক মাহফুজ প্রমুখ।