সোমবার, ০৫ Jun ২০২৩, ১১:০২ অপরাহ্ন

ফুলবাড়ীয়ায় এ্যাড্রার উদ্ধুদ্ধকরণ সভা

6ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : আজ মঙ্গলবার বেলা ১১টায় ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ‘প্রতিটি সন্তানের হৃদয় জুড়ে থাকুক মা-বাবার প্রতি অম্লান ও অসীম ভালবাসা’ বিষয়ক উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

7

বালিয়ান ইউনিয়ন পরিষদ চত্বরে ভিন্ন এ সভার আয়োজন করে কৃষক পরিবারের দক্ষতা উন্নয়ন প্রকল্প, এ্যাড্রা বাংলাদেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আশরাফ উজ্জামান সরকারের সভাপতিত্বে মুল প্রবন্ধ উপস্থাপন করেন এ্যাড্রা প্রকল্প ব্যবস্থাপক অমল খাঁ খাঁ।

অতিথিদের ফুলেরে তোড়া ও ক্যাপ দিয়ে বরণ করেন প্রকল্প ট্রেইনার মো. আব্দুল মতিন, ডব্লিউ ডিও মিলা সাংমা ও নূরজাহান বেগম।

অনুষ্ঠানে উদ্বোধনী গান ও ফুল দিয়ে উপস্থিত পিতা-মাতাসহ অতিথিদের বরণ করে নেয়া হয়।

অনুষ্ঠানে ১০জন বৃদ্ধ পিতা-মাতাকে ফুলের তোড়ার মাধ্যমে সম্মান প্রদর্শন করা হয় সেই সাথে বাবা-মায়ের ভালবাসার নিদর্শন স্বরূপ প্রকল্পের পক্ষ থেকে প্রতিজনকে একটি করে কম্বল দেয়া হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এম এফ সি ও সুমন কস্তা।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman