ফুলবাড়ীয়ায় অনুপস্থিত ৫৬৩


প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০১৬, ১২:২০ PM / ৮০
ফুলবাড়ীয়ায় অনুপস্থিত ৫৬৩

555500ফুলবাড়ীয়া নিউজ 24 ডটকম : সারাদেশের ন্যায় ফুলবাড়ীয়াতেও আজ রবিবার ২০টি কেন্দ্রের মাধ্যমে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ১০হাজার ৬শ ৪৮জন ডিআরভুক্ত পরীক্ষার্থীর মধ্যে প্রথমদিনের পরীক্ষায় অংশ গ্রহণ করে ১০হাজার ৮৫জন- অনুপস্থিত ৫৬৩জন। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৯হাজার ৩শ ৭৩জন পরীক্ষার্থীর মধ্যে ৯হাজার ৪৮জন অংশ গ্রহণ করে। ইবতেদায়ী (মাদ্রাসা) ১হাজার ২শ ৭৫জন পরীক্ষার্থীর মধ্যে ১০৩৭জন অংশ গ্রহণ করে। তবে স্কুলের তুলনায় মাদ্রাসায় অনুপস্থিতির হার অনেক বেশি।
১মদিনের পরীক্ষায় প্রাথমিকে ৩২৫জনের মধ্যে ছাত্র ১৮২জন, ছাত্রী ১৪৩জন এবং ইবতেদায়ী ২৩৮জন এর মধ্যে ছাত্র ১৪৯জন ছাত্রী ৮৯জন।
ফুলবাড়ীয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা শিক্ষা অফিসার জীবন আরা বেগম। এ সময় সহকারী শিক্ষা অফিসার ফজিলাতুন্নেছা, প্রধান শিক্ষক ফেরদৌসি আখতার। এ সময় শিক্ষা কর্মকর্তা পরীক্ষার বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন।