সোমবার, ০৫ Jun ২০২৩, ১১:০০ অপরাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ফুলবাড়িয়া উপজেলা প্রশাসন বিস্তারিত কর্মসূচী গ্রহণ করে। বুধবার বাদ মাগরিব উপজেলা পরিষদ হতে পদযাত্রা বের করা হয়। উপজেলার সদরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শেষ করে পুস্পস্তবক অর্পণ করা হয়। মোমবাতি প্রজ্জলন শেষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।
উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন কমিটির সভাপতি ও জাতীয় সংসদ সদস্য মো. মোসলেম উদ্দিন এডভোকেট। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম। পরে সকলের উম্মুক্ত করে দেওয়া হয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। এ সময় উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ সহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।