মো. আব্দুস ছাত্তার : আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত দৃষ্টিনন্দন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ‘মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র’ বুধবার সকাল ১০ টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন কে কেন্দ্র করে মসজিদের নিচ তলায় ব্যাপক প্রস্তুতি ও নিশ্চিন্দ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উদ্বোধনকালে ফুলবাড়িয়া প্রান্তে ভার্চুয়ালি যুক্ত হতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিনা আলম ফুলবাড়ীয়ায় অবস্থান করছেন।
জানা যায়, গণপূর্ত বিভাগের উদ্যোগে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদের বিপরীতে মেইন রোডের পূর্বে ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর দৃষ্টি নন্দন মডেল মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য মো. মোসলেম উদ্দিন এডভোকেট। প্রায় সাড়ে ৩ বছর ধরে চলা এই মডেল মসজিদের নির্মাণ কাজ। চল্লিশ শতক জমি বরাদ্দ থাকলেও পুরাতন মসজিদ ও নকশায় কিছুটা পরিবর্তন করার কারণে প্রায় ৫৭ শতক জমি মসজিদের আওতায় চলে যায়। প্রথমদিকে ১২ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ থাকলেও সংশোধিত বাজেটে প্রায় সাড়ে ১৪ কোটি টাকা ব্যয়ে মসজিদ টি নির্মিত হয়েছে। দুই দফায় ১০০ টি মসজিদের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এবারও ৫০ টি মসজিদের উদ্বোধন করবেন গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মডেল মসজিদটি শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাসহ পুরুষ, মহিলা ও প্রতিবন্ধিদের জন্য আলাদা নামাজের জায়গা রয়েছে। একসাথে অর্ধশত মানুষ অজু করতে পারবেন। থাকছে হজ গমনেচ্ছুদের জন্য রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, দাফনের আগের আনুষ্ঠানিকতা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামী সাংস্কৃতিক সম্মেলন কক্ষ ও বজ্রপাত নিরোধ।
উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) মোহাম্মদ নাহিদুল করিম জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে উন্নত মসজিদ নির্মানের প্রতিশ্রুতি প্রদান করেন। ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে ময়মনসিংহ এর ফুলবাড়িয়া, বরিশাল এর আগৈলঝাড়া এবং পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় মডেল মসজিদ উদ্বোধন করবেন। ফুলবাড়িয়া প্রান্তে উদ্বোধন কালে ফুলবাড়িয়া প্রান্তে ভার্চুয়ালি যুক্ত হবেন মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ মোসলেম উদ্দিন এডভোকেট, বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম ও বীরমুক্তিযোদ্ধাগণ। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিনা আলম ফুলবাড়ীয়া প্রান্তে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যুক্ত থাকবেন।
আপনার মতামত লিখুন :