রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১১ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম : চরকালীবাজাইল হামিদিয়া বালিকা দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম (শফিক) নির্বাচিত। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তিনি সভাপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি ছিলেন কো অপ্ট সদস্য কিতাব আলী পুলিশ (অব.)।
জানা যায়, অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ছিলেন দেওখোলা ইউনিয়ন পরিষদের সদ্য প্রয়াত চেয়ারম্যান আলহাজ্ব তাজুল ইসলাম বাবলু। সেই পদে তারই সহোদর ভাই ও নবী নগর বিএইচ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক, বিএসসি (গণিত) শফিকুল ইসলাম (শফিক) এবং কিতাব আলী পুলিশ (অব.) প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে শফিকুল ইসলাম পেয়েছেন ৭ ভোট এবং কিতাব আলী পুলিশ (অব.) পেয়েছেন ২ ভোট। শফিক বীরমুক্তিযোদ্ধা কোরবান আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি।
শফিকুল ইসলাম (শফিক) এর পিতা ছিলেন দেওখোলা ইউনিয়ন আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা মরহুম কোরবান আলী চেয়ারম্যান।