সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৮:৪২ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা সদরে বড় মসজিদ নামে খ্যাত ‘ বড় মসজিদ’র পুননির্মানে নিচতলার টাইলস ও এসি প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সদস্য শেখ গোলাম মোস্তফা তপন তালুকদার। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) মসজিদে জুম’আ নামাজ আদায় শেষে পরিচালনা কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ করে তিনি এ প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি বলেন, বৃহৎ এ মসজিদের মোতুয়াল্লী হলেন আমার মামা। মসজিদ আল্লাহর ঘর। এখানে দল মত নির্বিশেষে সকল ধর্মপ্রাণ মুসল্লীরা নামাজ আদায় করবে। মানুষ ক্ষনিকের জন্য দুনিয়ায় এসেছে এসকল ধর্মীয় প্রতিষ্ঠানে দান করলে সম্পদ কমে না, বরং বাড়ে। সদগায়ে জারিয়া এসব দান মানুষ মরণের পর জগতে এর উত্তম প্রতিদান পাওয়া যাবে। আসুন সকলেই বেশি বেশি করে আল্লাহর ঘরে দান করি। প্রতিশ্রুতিকালে উপস্থিত ছিলেন মসজিদের মোতুয়াল্লী মো: আব্দুল মজিদ চৌধুরী, পরিচালনা কমিটির সভাপতি মো: মজিবুর রহমান মাস্টার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: গোলাম মোস্তফা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু বকর সিদ্দিক, মমতাজ উদ্দিন চৌধুরী হীরা, বীর মুক্তিযোদ্ধা নুর আহম্মেদ চৌধুরী, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক এ.কে.এম মাসুদ আলম লিটন, ঘাতক দালাল নির্মুল কমিটির সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল মোতালেব সেলিম, কৃষকলীগের সাবেক সভাপতি ওসমান গনি, ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম তোতা, আ’লীগ নেতা ফখরুল হাসান, ডা: বারী, সাবেক মেম্বার চান্দালী সরকার, স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক কামরুজ্জামান, ব্যবসায়ী লাল মাহমুদ সরকার, জাসদ নেতা আহসান হাবীব বাবলু, শ্রমিকলীগের যুগ্ন আহ্বায়ক আহসান হাবীব ইলিয়াস, ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম রাকিব সহ মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের ধর্মপ্রাণ মুসল্লীরা উপস্থিত ছিলেন।