বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১০:০৪ পূর্বাহ্ন
মির্জা মো. মুঞ্জুরুল হক : ‘‘নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি, নারী বান্ধব দেশ গড়ি’’ এই প্রতিপাদ্যে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় শনিবার (১৭ অক্টোবর) নারী ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১৩টি ইউনিয়ন ও থানা চত্বর সহ বিভিন্ন স্থানে পৃথক পৃথকভাবে এ সমাবেশ বাস্তবায়ন হয়। ফুলবাড়িয়া থানা প্রাঙ্গনে পৌরসভা আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ মোহা: আজিজুর রহমান। এতে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক, সার্কেল এএসপি স্বাগতা ভট্রাচার্য, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এড. ইমদাদুল হক সেলিম, পৌর মেয়র গোলাম কিবরিয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ জহিরুল ইসলাম মুন্না, ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য আলহাজ্ব তাজুল ইসলাম বাবলু ও মোঃ রুহুল আমীন, উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন শর, মহিলা পরিষদ সভাপতি পারভীন আখতার রেবা প্রমুখ অন্যান্যদের বক্তৃতা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।