বুধবার, ০১ ফেব্রুয়ারী ২০২৩, ০৯:৫৩ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে গতকাল রবিবার বিকালে ফুল্লরা চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রাজধানীর পল্লবীসহ দেশব্যাপী বিএনপি’র চলমান কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আখতারুল আলম ফারুক।
সমাবেশে পৌর বিএনপি’র আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়কবৃন্দ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও কালাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান সিরাজ সাজু। এ সময় মঞ্চে ময়মনসিংহ দক্ষিণ জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক ফাহসিনা হক লিরা উপস্থিত ছিলেন। সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল সমাবেশে যোগদান করে।