ফুলবাড়িয়ায় বিএডিসি’র পদোন্নতিপ্রাপ্তকে বিদায় ও নবাগতকে বরণ


প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০২২, ১২:০৩ PM / ২৪৫
ফুলবাড়িয়ায় বিএডিসি’র পদোন্নতিপ্রাপ্তকে বিদায় ও নবাগতকে বরণ

ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম : বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকালে পৌর সদরের পালকী কমিউনিটি সেন্টারে বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করে ফুলবাড়িয়া উপজেলা গভীর নলকূপ ম্যানেজার সমাজকল্যাণ সমিতি। সহকারী প্রকৌশলী বিএডিসি (ক্ষুদ্রসেচ) ময়মনসিংহ জোন পদোন্নতি পেয়ে নির্বাহী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) নেত্রকোণা সারোয়ার জাহান বিদায়ী অতিথি। নবাগত সহকারী প্রকৌশলী বিএডিসি (ক্ষুদ্রসেচ) ময়মনসিংহ জোন জুলি আক্তার বরেণ্য অতিথি।
ফুলবাড়িয়া উপজেলা গভীর নলকূপ ম্যানেজার সমাজকল্যাণ সমিতির সভাপতি মো. আবুবকর ছিদ্দিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আয়ুব আলী সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদায়ী অতিথি নির্বাহী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) নেত্রকোণা সারোয়ার জাহান, নবাগত অতিথি সহকারী প্রকৌশলী বিএডিসি (ক্ষুদ্রসেচ) ময়মনসিংহ জোন জুলি আক্তার, সমিতির সহ-সভাপতি জামাল উদ্দিন সরকার, রনি সরকার সহ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।