আপডেট হয়েছেঃ
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০ /
৩৭৭
পড়া হয়েছে
ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম : ফুলবাড়ীয়া উপজেলার ৪নং বালিয়ান ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান প্রয়াত আশরাফ উজ্জামান সরকার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত সভায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য, ফুলবাড়ীয়া উপজেলা পুলিশিং ফোরামের সভাপতি, আলহাজ্ব এডভোকেট মোঃ ইমদাদুল হক সেলিম, ফুলবাড়িয়া পৌরসভার মেয়র আলহাজ্ব মো: গোলাম কিবরিয়া, ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শরাফ উদ্দিন শর, পারভীন সুলতানা, ময়মনসিংহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য ফারজানা শারমিন বিউটি, ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য মো: রুহুল আমিন, আলহাজ্ব তাজুল ইসলাম বাবলু, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, উপজেলা ও স্থানীয় ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে, ৮ আগস্ট শনিবার ভোর রাতে করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন জনপ্রিয় ইউপি চেয়ারম্যান আশরাফ উজ্জামান সরকার।