রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৯ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আজ মঙ্গলবার ৪র্থ ধাপে অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে।
সকাল থেকে আকাশ মেঘলা থাকায় রৌদ্রের তেমন প্রখরতা অনুভব হয়নি। প্রতিক বরাদ্দকে কেন্দ্র করে সকাল থেকেই উপজেলা পরিষদের সামনে হাজার হাজার লোকের সমাগম ঘটে। বিভাগীয় শহর ময়মনসিংহ থেকে বিভিন্ন প্রিন্টার্স এর ব্যবসায়ীরা প্রতিকের পসরা সাজিয়ে বসে পড়ে। প্রার্থীরাও উৎফুল্ল মেজাজেই সেগুলো ক্রয় করে নিজেদের কর্মী ও সমর্থকদের মধ্যে বিতরণ করে। উপজেলা সদরের সবগুলো খাবার হোটেলগুলোতে উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে।
বিভিন্ন বয়সের মানুষের মধ্যে উঠতি বয়সের উপস্থিতি ছিল বেশি। প্রতিক পাওয়ার পর স্ব-স্ব প্রার্থীর কর্মী ও সমর্থকরা মিছিল সহকারে এলাকায় যেতে দেখা গেছে। ফলে ফুলবাড়ীয়া বাজারে ব্যাপক যানযটের সৃষ্টি হয়। বেশি ভোগান্তিতে পড়ে এইচ এস সি মেয়ে পরীক্ষার্থীরা।