ফুলবাড়িয়ায় পপুলার মেডিকেল সেন্টারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০১৬, ৮:১৮ AM / ৯৩
ফুলবাড়িয়ায় পপুলার মেডিকেল সেন্টারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

images

ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ময়মনসিংহের ফুলবাড়িয়া হাসপাতাল রোডস্থ পপুলার মেডিকেল সেন্টারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে।
অভিযোগে প্রকাশ, একই উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের হাতীলেইট গ্রামের মৃত খোরশেদ আলী ফকিরের ছেলে আব্দুর রহমান উক্ত সেন্টারে অর্থো-সার্জারী বিভাগের বিষেশজ্ঞ ডাক্তার মোহাম্মদ তারিকুল আলম (নোমান) কে দেখানোর উদ্দেশ্যে ৪শ টাকা ভিজিট প্রদান করেন। দায়িত্বে থাকা পরিচালক ডা. তারিকুল আলম নোমান এর চেম্বারে রোগি আব্দুর রহমান কে পাঠান। ডা. তারিকুল আলম নোমান এর প্যাডে কর্তব্যরত ডাক্তার জিজ্ঞাসাবাদ শেষে কিছু পরীক্ষা-নিরিক্ষা প্রদান করেন। পরীক্ষা শেষে রিপোর্ট দেখাতে গেলে স্বজনরা জানতে পারেন উনি ডা. নোমান নন, তিনি ডা. বিশ্বজিৎ দাস। ডা. তারিকুল আলম নোমান উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য বর্তমানে বিদেশে অবস্থান করছেন। বিষয়টি প্রকাশ হয়ে গেলে এ নিয়ে তোলপাড় শুরু হয়। চিকিৎসার নামে প্রতারণার বিচার চেয়ে কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ করেছেন ভোক্তভোগি মো. আব্দুর রহমান।