মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ১২:০৩ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : বুধবার (২৭জুলাই) বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দলিত, হরিজন, বেদে ও হিজড়াদের মধ্যে বিশেষভাতার কার্ড বিতরণ করা হয়েছে।
কার্ড বিতরণে প্রধান অতিথি ছিলেন এ্যাডভোকেট মোসলেম উদ্দিন এমপি। উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান এড. আজিজুর রহমান, পৌর মেয়র গোলাম কিবরিয়া, বিআরডিবি চেয়ারম্যান এড. ইমদাদুল হক সেলিম, সমাজসেবা অফিসার মো. কামরুজ্জামান কবির, দীলিপ ভাস্কু, রূপা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। ২৮জন দলিত ও ২জন হিজড়ার মধ্যে ৩০টি কার্ড বিতরণ করা হয়।