সোমবার, ০৮ অগাস্ট ২০২২, ০৬:৩৭ অপরাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম : জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফুলবাড়িয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৪ জুলাই) পৌর সদরের বঙ্গবন্ধু পাবলিক হলে আলোচনা সভার আয়োজন করে উপজেলা, পৌর জাতীয় পার্টী, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এতে মুল আলোচনা উপস্থাপন করেন অনুষ্ঠানের সভাপতি, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও ফুলবাড়িয়া উপজেলা জাতীয় পার্টীর আহ্বায়ক বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ খন্দকার রফিকুল ইসলাম (ডা. কে.আর ইসলাম)।
উপজেলা জাপার সদস্য সচিব মো. হারুন অর রশিদ হারুন এর সঞ্চালনায় পৌর জাপা’র সভাপতি খোরশেদ আলী শেখ, সাধারণ সম্পাদক ইমরুল কায়েস উজ্জল, জাপা নেতা শরীফ খান মিলটন, নায়েব আলী আকন্দ, ইব্রাহীম খলিল মুক্তা, মির্জা ফজলুল হক, হাসান সরকার, গোলাম আজম রুবেল, আনিসুর রহমান প্রমুখ।
এরপর মরহুমের বিদেহী আতœার মাগফেরাত কামনা ও দেশ এবং জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, ২০১৯ সালের এই দিনে জাপা’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ মারা যান।