বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৯:৪৮ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম : করোনাকালীন সময়ে শিক্ষকদের মাঝে প্রাণোচ্ছল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে গতকাল শনিবার ভার্চুয়াল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ফুলবাড়িয়া উপজেলা শিক্ষা অফিস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়িয়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবদুল্যাহ আল বাকী। ভার্চুয়ালের উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল হক। এতে প্রধান অতিথি হিসাবে যোগ দিয়েছিলেন প্রাথমিক শিক্ষা বিভাগের বিভাগীয় উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হারুন-অর-রশিদ, মোঃ ইমদাদুল হক, ফুলবাড়িয়া উপজেলা শিক্ষা কমিটির সম্মানিত সদস্য আলহাজ্ব এ্যাড. ইমদাদুল হক সেলিম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম।