বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:০০ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া : শনিবার (১ এপ্রিল) ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য, বৃহত্তর ময়মনসিংহ জেলা রেডক্রস ও জেলা কৃষকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, মরহুম মোছলেম উদ্দিন বি.এসসি এর ১৬ তম স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কান্দানিয়া খরিকাহাটা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত স্মরণ সভার আয়োজন করে মরহুম মোছলেম উদ্দিন বি.এসসি স্মৃতি সংসদ। স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ. কুদ্দুস, ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম, সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, মরহুমের পুত্র উপজেলা কৃষক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামেল আহমেদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি লুৎফর রহমান সোয়েব প্রমুখ।