রবিবার, ০৩ Jul ২০২২, ০৯:০১ অপরাহ্ন
মো: আব্দুস ছাত্তার : গতকাল সোমবার বিকেলে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম সরকার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ীয়া কলেজ (অনার্স কলেজ) হতে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল করিম সরকার। এ সময় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমেদ মাসুদ, সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপিনেতা আনিছুর রহমান আনিছ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম মাখন, জেলা যুবদলের সহসভাপতি আনোয়ার সাদাত আনার, সহসাধারণ সম্পাদক ইমরুল কায়েস এলিছ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কুদরত ই কামাল উজ্জ্বল, যুবদলের আব্দুল লতিফ, আকরাম শিকদার সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।