সোমবার, ০৫ Jun ২০২৩, ১১:০৪ অপরাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : মঙ্গলবার (১৬আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে কমিউনিটি ক্লিনিক নিয়ে ‘নাগরিক কন্ঠ ও কাজ : আন্ত সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় সিভিএ গ্রুপ ও উপজেলা স্বাস্থ্য বিভাগ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের সমস্যাগুলো তুলে এবং তা সমাধানের উপায় নির্ধারণ করা হয়। বেলা ১১টা হতে ২.০০মিনিট পর্যন্ত চলে এ সংলাপ।
স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. আতাউল জলিলের সভাপতিত্বে সংলাপে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোসলেম উদ্দিন এ্যাডভোকেট, পৌর মেয়র গোলাম কিবরিয়া, থানা অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব, উপজেলা স্বাস্থ্য কমিটির সদস্য এড. ইমদাদুল হক সেলিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোরশেদুজ্জামান, এডিপি ম্যানেজার ইউনুস সাংমা, ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মাস্টারসহ ইউপি চেয়ারম্যান, কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির সদস্যবৃন্দ প্রমুখ।