রবিবার, ০৩ Jul ২০২২, ০৮:৫০ অপরাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম : স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের জনগন, ধর্মীয় নেতা, শিক্ষক, সমাজের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে শিশু অধিকার প্রতিষ্ঠায় অন্তরায় সামাজিক বিভিন্ন কুসংস্কার ও ধর্মীয় গোড়ামী দূরীকরনে “ডায়লগ সেশন” অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার (২৪ মে) ওয়ার্ল্ড কনসার্ন (ইপজিয়া) প্রজেক্টের আয়োজনে ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল ইউনিয়ন পরিষদে ডায়লগ সেশনের আয়োজন করে ওয়ার্ল্ড কনসার্ন (ইপজিয়া) প্রজেক্ট। সেশনে সভাপতিত্ব করেন কুশমাইল ইউনিয়নের চেয়ারম্যান মো: আব্দুল বাতিন (পুলু)। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুশমাইল ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুশমাইল ইউনিয়নের সামাজিক সুরক্ষা কমিটির সভাপতি মো: সুজন নুর হাবিব। সেশন পরিচালনা করেন (ইপজিয়া) প্রজেক্টের প্রোগ্রাম অফিসার মি: যিহিস্কেল ইজারদার।
বক্তারা বর্তমান সমাজের সামাজিক কুসংস্কার ও ধর্মীয় গোড়ামী দূরীকরনের জন্য সমাজের সকল শ্রেনীর জনগনের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এছাড়া আগামী অর্থবছরে শিশু সুরক্ষায় ও শিশু অধিকার প্রতিষ্ঠায় ইউনিয়ন পরিষদে আরো বেশী বাজেট বরাদ্দের জন্য স্থানীয় সরকার প্রতিনিধিদের প্রতি আহব্বান জানান। সভাপতি তার বক্তব্যে বর্তমান ইউনিয়ন পরিষদে সরকারি যে সকল সেবা চালু রয়েছে এইগুলো জনগন কিভাবে সহজে পেতে পারেন (জন্ম ও মৃত্যু নিবন্ধের) প্রয়োজনীয়তা ও এর গুরুত্ব সংক্ষিপ্তভাবে তুলে ধরেন। এছাড়া তিনি শিশু সুরক্ষায় ও বাল্য বিবাহ বন্ধে সকলকে পারিবারি ভাবে আন্দোলন গড়ে তোলার জন্য উৎসাহিত করেন এবং স্থানীয় প্রশাসনের সহযোগীতা নেওয়ার জন্য অনুরোধ করেন। এছাড়া প্রধান অতিথি সকলকে চাইল্ড হেল্প ডেস্ক নাম্বার (১০৯৮) থেকে শিশুদের সুরক্ষায় যে কোন ধরনের সেবা গ্রহনের জন্য সকলকে অবহিত করেন।