বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৮:২০ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম : প্রয়াত স্বামী আশরাফ উজ্জামান সরকারের জনপ্রিয়তাই স্ত্রী শামীমা আশরাফ উপ নির্বাচনে বিজয়ী হয়েছেন। মঙ্গলবার (২০অক্টোবর) সকাল ৯ থেকে একটানা বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে নিকটতম প্রতিদ্বন্দ্বির চেয়ে দ্বিগুণ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শামীমা। এ নিয়ে ফুলবাড়িয়া উপজেলায় ২জন নারী ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন।
ছবিতে নব নির্বাচিত চেয়ারম্যান শামীমা আশরাফ কান্নাজড়িত দেখাচ্ছে। আসলে এটি স্বামীর শোকে আবেগাপ্লাবিত হয়েছেন শামীমা আশরাফ।
ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, প্রয়াত আশরাফ উজ্জামান সরকার গত স্থানীয় সরকার ইউপি নির্বাচনে স্বতন্ত্র হয়ে লড়ে বিজয়ী হয়েছিলেন। নির্বাচিত হয়ে কাঁচা রাস্তা সংস্কার, কোয়ালিটি সম্পন্ন কালভার্ট নির্মাণ, মসজিদ-মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান, ভিজিডি, বয়স্কভাতা, বিধবা, প্রতিবন্ধি ভাতা কার্ডসহ সকল ক্ষেত্রে প্রশংসা কুড়িয়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। বালিয়ান ইউনিয়ন পরিষদের ভবনটি সাজিয়েছিলেন চমৎকারভাবে। দৃষ্টিনন্দন এ ভবনটি ইউনিয়ন পর্যায়ে জেলার মডেল হতো। নানা সমাজসেবামুলক কাজে তিনি ছিলেন ইউনিয়নে অগ্রগামী। কিন্তু সর্বনাশা করোনার থাবায় ৮ আগস্ট এ মানুষটি পরপারে চলে যান। কিছু দিন পর থেকে নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছিল। দফায় দফায় প্রয়াত আশরাফ পত্নীকে সামাজিকভাবে নির্বাচনে আসার অনুরোধ জানানো হলে তিনি তা প্রত্যাখান করেন। কিন্তু শেষ পর্যন্ত চোখের পানি নিয়েই স্বামীর চেয়ার দখল করতে মাঠে নামেন শামীমা আশরাফ। দুটি এতিম শিশুকে নিয়ে নির্বাচনী সভা ও উঠান বৈঠকে যোগ দেন তিনি। জনগণের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে মাঠ দখল করেন শামীমা আশরাফ। মানুষের মানুষের মুখে মুখে রটে যায় তার নাম। শেষ পর্যন্ত ভোটের ফলে তিনি স্বামীর চেয়ার দখল করেন। হাজার হাজার মানুষ যখন উল্লাস প্রকাশ করছেন তখন তার চোখে পানি। মনে পড়ে যায় প্রয়াত স্বামীর কথা।
নব নির্বাচিত চেয়ারম্যান শামীমা আশরাফ জানান, অসংখ্য মানুষের ভালবাসা পেয়েছি। হাজার হাজার ভোটারের ভোটাধিকার প্রয়োগে নির্বাচিত পদে স্বামীর সুনাম অক্ষুন্ন রেখে ভবিষ্যতে এগিয়ে যেতে চাই।