রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:১১ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া : আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা মতে জামাত- বিএনপির নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে ১১ ফেব্রুয়ারি শনিবার সারাদেশে প্রতিটি জেলার ইউনিয়ন পর্যায়ে একযোগে শান্তি সমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে সারাদেশের ন্যায় ফ্লুবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জননেতা অ্যাড. ইমদাদুল হক সেলিম ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন এর নেতৃত্বে উপজেলার ১৩ টি ইউনিয়নে অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে এ কর্মসূচি পালিত হয়।
১ নং নাওগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ সভাপতি আঃ রাজ্জাক, সম্পাদক আঃ সালাম, দুই নম্বর পুটিজানা ইউনিয়নে সভাপতি ময়েজ উদ্দিন তরফদার, তিন নম্বর কুশমাইল ইউনিয়নে সভাপতি সাইফুল ইসলাম ফরাজী, চার নম্বর বালিয়ান ইউনিয়নে সভাপতি আবুল কালাম আজাদ, পাঁচ নং দেওখলা ইউনিয়নে সভাপতি সেকান্দর আলী, ছয় নম্বর ফ্লুবাড়ীয়া ইউনিয়নে সভাপতি লাল মাহমুদ সরকার ও সম্পাদক এম এ হান্নান, ৭ নং বাক্তা ইউনিয়নে সভাপতি মোঃ মুনজুরুল হক ও সম্পাদক নাজমুল হক সোহেল, ৮ নং রাঙ্গামাটিয়া ইউনিয়নে সভাপতি মির্জা কামরুজ্জামান দুলাল ও সম্পাদক আমিরুল ইসলাম, নয় নম্বর এনায়েতপুর ইউনিয়নে সভাপতি মোঃ বুলবুল হোসেন ও সম্পাদক আমছর আলী মন্ডল, ১০ নং কালাদহ ইউনিয়নে সভাপতি ইমান আলী মাস্টার ও সম্পাদক নজরুল ইসলাম, ১১ নং রাধাকানাই ইউনিয়নে সভাপতি আইয়ুব আলী মাস্টার, ১২ নং আছিম-পাটুলি ইউনিয়নে শামছুল আলম আকন্দ বাবলু, তের নম্বর ভবানীপুর ইউনিয়নে সভাপতি অ্যাড. ফজলুল হক দুলাল ও সম্পাদক এমদাদুল হক পলাশ নেতৃত্ব প্রদান করেন। এসব সমাবেশে কার্যকরী কমিটির নেতৃবৃন্দ, উপদেষ্টামন্ডলীর সদস্য, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম আছিম, নাওগাও, পুটিজানা, কুশমাইল ও দেওখোলা ইউনিয়নের সমাবেশে বক্তব্য রাখেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ফুলবাড়িয়া ইউনিয়নের উত্তর জোরবাড়িয়া, বালিয়ান ইউনিয়নের দশমাইল বাজার ও দেওখোলা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের সমাবেশে যোগদান করে বক্তব্য রাখেন।