বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৮:৪৯ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম : “নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন ও উচ্ছাস রক্তদান সমাজ কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৮ ডিসেম্বর কালাদহ ইউনিয়ন পরিষদ চত্বরে কলাদহ ইউনিয়ন পরিষদ এবং ফুলবাড়িয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যৌথ উদ্যোগে ক্যাম্পের আয়োজন করে। সকালে প্রোগ্রামের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, ফুলবাড়িয়া এপি’র প্রোগ্রাম অফিসার নাদিয়া সহ বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোট ২৫০ জন গ্রুপ নির্ণয়কারীর মধ্যে ১৫০ জন শিশু, ৫০ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ এবং ৫০ জন মহিলা।
অপরদিকে গত ৬ ডিসেম্বর বিদ্যানন্দ প্রতিবন্ধী স্কুলে একটি সচেতনতা প্রচারের আয়োজন করে বিদ্যানন্দ ভিডিসি ফুলবাড়িয়া এপি এবং ব্র্যাক ফুলবাড়িয়া শাখা। তারা একটি সচেতনতামূলক নাটক উপস্থাপনের মাধ্যমে ২ শ মহিলা ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা সম্পর্কে ম্যাসেজ প্রদান করেন।