বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৯:৫০ পূর্বাহ্ন

ফুলবাড়ীয়া কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জয়ী হলেন যারা

ফুলবাড়িয়া : চান্দালী সরকার (মই)  ৬৬২ ভোট, শফিকুল ইসলাম (চেয়ার)  ৪০৬ ভোট, শফিকুল ইসলাম তোতা (গরুর গাড়ী) ৩৪৯ ভোট পেয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী মো. আব্দুল কুদ্দস (আনারস) পেয়েছেন ৩২৫ ভোট, দুলাল মিয়া (ছাতা) পেয়েছেন ২৬৭ ভোট।

রবিবার (১৩ আগস্ট) সকাল ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. মোজাম্মেল হক। সন্ধ্যা ৬.৪০ মিনিটে ফলাফল ঘোষনা করা হয়।

এর আগে বিরতিহীন বৃষ্টি উপেক্ষা করে ভোটারদের উপস্থিতিতে টানটান উত্তেজনার মধ্যদিয়ে ময়মনসিংহের ফুলবাড়ীয়া কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচন শেষ হয়।
ফুলবাড়িয়া কলেজের নিয়মিত কমিটি গঠনের লক্ষে অভিভাবক পদে ৩ আগস্ট প্রতিক বরাদ্দ দেয় রিটার্নিং অফিসার ও অধ্যক্ষ (চ: দা:) মো. আমজাদ হোসেন।

এতে ৫ জন অভিভাবক মনোনয়নপত্র জমা প্রদান করেন। রবিবার সকাল ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৪ হাজার ৫শ ৫৩ জন ভোটারের মধ্যে ৮৪২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রিজাইডিং অফিসার ও উপজেলা সমাজসেবা অফিসার মো. মোজাম্মেল হক জানান, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অভিভাবকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৪ হাজার ৫শ ৫৩ জন ভোটারের মধ্যে ৮৪২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তম্মধ্যে ৫ টি ভোট বাতিল হয়েছে।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman