বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৩ পূর্বাহ্ন
ফুলবাড়ীয়া : মঙ্গলবার (২৩ মে) ফুলবাড়ীয়া এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে উপজেলা সদরের হেলাল কমিউনিটি সেন্টারে জনগনের উপস্থিতিতে একটি বার্ষিক কমিউনিটি রিভিউ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে গ্রাম উন্নয়ন কমিটি, শিশু ফোরাম, যুব ফোরাম, ইউনিয়ন পরিষদ সদস্য, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মুলত গত বছরের কাজের মূল্যায়ন ও অগ্রগতী নির্ধারন ও আগামি অর্থ বছরের কর্ম পরিকল্পনা ছিলো উক্ত কর্মশালার মূল উদ্দেশ্য। মোট ৮০ জন বিভিন্ন পর্যায়ের অংশীদারগন উক্ত কর্মশালায় অংশগ্রহন করেন। উক্ত কর্মশালা থেকে বিভিন্ন বিষয় সমূহ নির্ধারণ করা হয় যা আগামি বছরে আরো গুরুত্ব সহকারে করার জন্য সুপারিশ আসে। মাদক দ্রব্যের কুফল সম্পর্কে সকলকে সচেতন করা ও প্রশাসন কে সহায়তা করা। বাল্য বিবাহ বন্ধে সম্পর্কে সকলকে সচেতন করা ও প্রশাসন কে সহায়তা করা। স্বাস্থ্য সেবার উপর গুরুত্ব প্রদান ও কার্যক্রম গ্রহন করা। জনগনকে অর্থনৈতিকভাবে স্বচ্ছল করার জন্য বিভিন্ন প্রশিক্ষণ আয়োজন করা ও সাপোর্ট প্রদানকরা। শিশুদের অধিকার রক্ষায় বিভিন্নসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম গ্রহন করা। গ্রাম ও নগর উন্নয়ন কমিটির টেকসই উন্নয়ন নিশ্চিতকল্পে বিভিন্ন দক্ষতা বৃদ্ধিমূলক পরিকল্পনা গ্রহন করা।
উক্ত কর্মশালা জেমস বিশ^াস, এপি ম্যানেজার, ফুলবাড়ীয়া এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পরিচালনা করেন। উক্ত কর্মশালাতে ফুলবাড়ীয়া এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।