সোমবার, ২৯ মে ২০২৩, ১০:৫০ পূর্বাহ্ন

ফুলবাড়িয়ায় মহান মে দিবসে বিশাল র‌্যালি ও আলোচনা সভা

ফুলবাড়িয়া : মহান মে দিবস অমর হউক এই শ্লোগানকে সামনে রেখে ফুলবাড়িয়ায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শ্রমিক লীগ, ফুলবাড়ীয়া উপজেলা শাখা, বেবি-ট্যাক্সি সি.এন.জি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সোমবার সকালে পৌর ভবনে র‌্যালি পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

জাতীয় শ্রমিকলীগ ফুলবাড়িয়া উপজেলা শাখার যুগ্ম আহবায়ক গোলাম ফারুকের সভাপতিত্বে মনির উদ্দিনের সঞ্চালনায় র‌্যালি পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা এডভোকেট আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম কিবরিয়া, সহ সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, শ্রমিকনেতা তোতা মিয়া, সাইফুল ইসলাম, আব্দুল জলিল, আমজাদ হোসেন প্রমুখ।

সভায় এছাড়া উপজেলা আওয়ামী সহ সভাপতি এডভোকেট শামছুল হুদাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় নেতৃবৃন্দ বলেন, জননেত্রী শেখ হাসিনা শ্রমিকদের ভালবাসেন। শ্রমিকদের অধিকার আদায়ে আওয়ামী লীগ কাজ করছে। আওয়ামী লীগ শ্রমজীবি মানুষের কথা বলে এবং তাদের ন্যায্য মুজুরী নিশ্চিত করেছে। আর বিএনপি শ্রমিকদের পুড়িয়ে মেরেছে। আগামী ২০২৪ সালে অনুষ্ঠিতব্য নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সকলের প্রতি আহবান জানিয়ে নেতৃবৃন্দ আরো বলেন, ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। কোন অপশক্তিই ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে হারাতে পারবে না।

এর আগে সকাল ১০টায় ফুলবাড়িয়া পৌরসভার সামনে জেলা মোটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়ন ফুলবাড়িয়া থানা শাখা, নির্মাণ শ্রমিক ইউনিয়ন, অটো-টেম্পু, সিএনজি, চালিত অটো, রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন সহ শ্রমিক সংগঠনের স্ব-স্ব ব্যানারে নেতাকর্মীরা উপস্থিত হন।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman